মৌলভীবাজারে তরুণী অপহরণের ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ১০:০৯

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

মৌলভীবাজারে এক তরুণীকে অপহরণের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সদর উপজেলার নিতেশ্বর এলাকার তাজুল ইসলামের ছেলে কামাল মিয়া (২৩) এবং প্রাইভেটকার চালক গিয়াস নগর ইউনিয়নের শাহপুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪)

রবিবার সন্ধ্যায় নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ওসি  মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ বলছে, শনিবার রাত সাড়ে দশটায় এক তরুণী তার অসুস্থ বাবাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল থেকে দেখে মামার বাড়ি শ্রীমঙ্গলের ভৈরববাজারে যাওয়ার প্রস্তুতি নেয়। এ সময় হাসপাতালের সামনে এসে দাঁড়ালে এক প্রাইভেটকার ভৈরববাজারে দিকে যাবে বলে জানায়। এতে সাথে থাকা মামা জহিরুল ইসলাম ড্রাইভারকে ৩০ টাকা ভাড়া দিয়ে ভাগ্নিকে গাড়িতে তুলে দেন। কিছু সময় পর ভাগ্নি ফোনে কান্নাকাটি করে বলে ড্রাইভার তাকে ভৈরববাজারে নামতে দেয়নি। তাকে কোথাও যেন নিয়ে যাচ্ছে। এ বিষয়টি স্থানীয় এক সাংবাদিক জানতে পেরে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলামকে জানালে তিনি সাথে সাথে পুলিশের একটিদল নিয়ে তল্লাশি চালান। একপর্যায়ে পুলিশ প্রেমনগর চা-বাগানে তল্লাশি করে প্রাইভেটকার ও তরুণীকে উদ্বার করা হয়। তবে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে অপহরণকারীরা পালিয়ে যায়।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/জেবি)