বোকা সিনিয়র ও চতুর জুনিয়রের গল্প

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ১৪:৩০

বিনোদন প্রতিবেদক

সিনিয়র বাদশা ও জুনিয়র বাদশা। তারা একই গ্রামে বসবাস করেন। সিনিয়র বাদশা খুব সহজ সরল নীতিবান একজন মানুষ। জুনিয়র বাদশা চঞ্চল স্বভাবের। তাদের মধ্যে সব সময় দ্বন্দ্ব লেগেই থাকে। সিনিয়র অনেকদিন ধরে বিয়ের চেষ্টা করছেন। কিন্তু জুনিয়র বিভিন্ন কৌশলে তার বিয়ে ভেঙে দেন।

সিনিয়রের মা একা বাসায় থাকতে থাকতে বিরক্ত বোধ করেন। তাই ছেলেকে বিয়ে করাতে চান। এ জন্য নিজের গ্রামসহ বিভিন্ন অঞ্চলে তিনি অনেক মেয়ে দেখেছেন সিনিয়র। কিন্তু কোনো মেয়েকে তার মনে ধরে না। যদিও কাউকে পছন্দ হয়, বিয়ে ঠিক হয়, বিভিন্ন কৌশলে জুনিয়র সে বিয়ে ভেঙে দেন।

এমন গল্পেই নির্মিত হয়েছে খন্ড নাটক ‘সিনিয়র জুনিয়র’। সেজান নূরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা শামীম জামান। এখানে সিনিয়র বাদশাহর চরিত্রে তিনি অভিনয়ও করেছেন। আর জুনিয়রের চরিত্রে আছেন মীরাক্কেল তারকা জামিল হোসেন।

এই দুই অভিনেতা ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন ফারজানা রিক্তা, কেয়া মনি, আফতাব, হাসিমন, জে কে স্বপন ও ওসমান অভিসহ অনেকে। নাটকটি খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানান এটির নির্মাতা ও অভিনেতা শামীম জামান।

ঢাকাটাইমস/১৮নভেম্বর/এএইচ