শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ১৪:৪০ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯, ১৬:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নকশা না মেনে বাড়ি নির্মাণ করার দায়ে চিত্রনায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ঢাকার নিকেতন আবাসিক এলাকার ৬ নম্বরে এ অভিযান চালানো হয়। শাকিব খানের বাড়ি ছাড়া আরও দুটি বাড়ির মালিকের বিরুদ্ধেও একই অভিযোগে ব্যবস্থা নেয়া হয়েছে বলে রাজউকের জোন চারের অথরাইজড অফিসার মোহাম্মদ হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, ‘নকশা না মেনে বাড়ি নির্মাণের অভিযোগে নিকেতন আবাসিক এলাকার ৬ নম্বর সড়কে তিনটি বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

‘অভিযানের সময় শাকিব খান ওরফে রানা’র বাড়িটি নকশা না মেনে নির্মিত হওয়ায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।’

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেনের নেতৃত্বে অভিযানে নিকেতন ৬ নম্বর সড়কের ২১ নম্বর হোল্ডিংয়ের মালিককে তিনি ৫ লাখ টাকা জরিমানা করেন এবং ৫ নম্বর হোল্ডিংয়ের একটি স্থাপানা সিলগালা করে দেওয়া হয়েছে বলেও জানান রাজউক কর্মকর্তা।

ঢাকাটাইমস/১৮নভেম্বর/ডিএম