র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ারকে হাইকোর্টে তলব

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ১৪:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া ব্যক্তিদের সার্টিফায়েড কপি সময় মতো না দেওয়ায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১ ডিসেম্বর সশরীরে তাকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।

সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী সাখাওয়াত হোসেন।

মোবাইল কোর্টের দেয়া সাজার রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আবেদনের পাঁচ কার্যদিবসের মধ্যে মামলার সার্টিফায়েড কপি সরবরাহ করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এ আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে।

সারওয়ার আলম ঢাকাটাইমসকে বলেন, ‘তিন মাসের মধ্যে একটা নথি না পাওয়ায় এক ব্যক্তি আমার বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ করেছেন। কিন্তু তিনি আমার কাছে নথির জন্য আবেদন করেননি। হাইকোর্টে কেউ যদি কমপ্লেইন (অভিযোগ) করে তাহলে আগে অভিযুক্ত ব্যক্তির কাছে ব্যখ্যা চাইতে হয়, তারপর হাইকোর্টে অভিযোগ করতে হয়।’

‘যেহেতু আমাকে তলব করা হয়েছে আমি আদালতে আমার বক্তব্য উপস্থাপন করব।’

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এসএস/জেবি)