বিপিএলে যেসব বিদেশিরা দল পেয়েছেন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ১৬:০১

বঙ্গবন্ধু বিপিএলের জন্য গতকাল রাতে রাজধানীর একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বঙ্গবন্ধু বিপিএলে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে সাতটি দল থাকছে। এসব দলে যেসব বিদেশিরা থাকছেন-

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনে বিদেশিদের মধ্যে থাকছেন- থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী, লুইস রিস ও শহীদ আফ্রিদি।

প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সে থাকছেন- রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ।

রাজশাহী রয়্যালসে থাকছেন- রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ইরফান।

রংপুর রেঞ্জার্সে থাকছেন- মোহাম্মদ নবী, শাই হোপ, লুইস গ্রেগরি ও ক্যামেরন দেলপোর্ট।

সিলেট থান্ডারে থাকছেন- শেরফেইন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক, জনসন চার্লস ও জিবন মেন্ডিস।

কুমিল্লা ওয়ারিয়র্সে থাকছেন- কুসল পেরেরা, মুজিব-উর-রহমান, ডেভিড মালান ও দাসুন শানাকা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে থাকছেন- ক্রিস গেইল, কেজরিক উইলিয়ামস, আভিশকা ফার্নান্দো, রায়াদ এমরিট, রায়ান বার্ল ও ইমাদ ওয়াসিম।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে এবারের বিপিএলের নাম বঙ্গবন্ধু বিপিএল। আগামী ৮ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের তিন দিন পর ১১ ডিসেম্বর মাঠে গড়াবে বল।

(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :