‘আমি খেললে ব্রাজিল আরো পাঁচটি বিশ্বকাপ জিতত’

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ১৭:৫৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

শুধু ফুটবলে নয়, রসিকতাতেও যথেষ্ট পটু ক্রিশ্চিয়ানো রোনালদো। কী রকম?‌ উদাহরণ দিলেন ড্যানিলো। ব্রাজিল ও জুভেন্টাসের হয়ে খেলা এই রাইট–ব্যাক বললেন, ‘‌রোনালদো তো প্রায়ই জোর গলায় বলায়, ও যদি ব্রাজিলের হয়ে খেলত তাহলে আমাদের নাকি আরা পাঁচটি বিশ্বকাপ দিত।’‌

এটা কি নিছক মজা?‌ নাকি প্রচ্ছন্ন অহংকারও মিশে থাকে তাতে?‌ ড্যানিলো ব্যাখ্যা দিয়েছেন, ‘‌রিয়েল মাদ্রিদে থাকার সময় থেকেই রোনালদোকে চিনি। জুভেন্টাসে ওর সঙ্গে আবার দেখা হওয়ায় খুব খুশি হয়েছি। ও আসলে মজা করতে ভালবাসে। তাই আমাকে শুনিয়ে বলে, ও থাকলে নাকি আমার দেশ আরও পাঁচটা বিশ্বকাপ জিততে পারত। রোনালদো শুধু ভাল খেলে না, ফুটবল সংক্রান্ত খুঁটিনাটি সব তথ্যও মনে রাখে। এর থেকেই বোঝা যায়, ও কেন এই জায়গায় পৌঁছেছে। চূড়ান্ত আগ্রহ না থাকলে এটা সম্ভব নয়।’‌

রোনালদো যখন এরকম কথা বলেন, তখন কী মনে হয়?‌ মজা পান?‌ সাংবাদিকের এই প্রশ্নের সরাসরি জবাব দেননি ড্যানিলো। তবে তাঁর হাসিতেই লুকিয়ে ছিল জবাব। আসলে কাকা, রোনালদিনহো, নেইমারদের পাশে রোনালদোকে পেলে কী হতে পারত মনে মনে একবার হলেও তিনি হয়ত কল্পনা করেছেন।

(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/এসইউএল)