হারানো শিশু ব্রাহ্মণবাড়িয়া থানায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৮:০৯ | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ১৭:৫৮

ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকী পার্কে রবিবার সন্ধ্যায় একাকী একটি শিশু পাওয়া গেছে। শিশুটির আনুমানিক বয়স তিন বছর। তার পরিচয় জানতে পারেনি পুলিশ। শিশুটি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে খালি গায়ে জেলা শহরের ফারুকী পার্কে চটপটির দোকানের সামনে দাঁড়িয়ে শিশুটি কাঁদছিল। চটপটি দোকানি তাকে স্থানীয় এক নারীর কাছে নিয়ে যান। ওই নারী শহরের স্টেডিয়ামের আউটারে আরেক পিঠা বিক্রেতা বৃদ্ধার কাছে রেখে আসেন।

খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। নিজের নাম আদি এবং বাবার নাম সোহরাব ছাড়া আর কিছুই বলতে পারে না শিশুটি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সোমবার দুপুর) শিশুটির বাবা-মায়ের সন্ধান পায়নি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, ‘শিশুটি আমাদের হেফাজতে রয়েছে। থানায় তার সেবাযত্ন চলছে। আমরা সম্ভাব্য সব উপায়ে শিশুটির বাবা-মায়ের সন্ধান করছি।’

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :