ময়মনসিংহের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ১৮:০৪

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহ নগরীর নতুন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার এ অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী হাকিম রাজিব-উল-আহসান ।

এসময় বাজারের দোকানগুলোতে পেঁয়াজের দামসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য, ট্রেড লাইসেন্স ও মেয়াদোত্তীর্ণ জিনিসপত্রের মনিটরিং করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তার সঙ্গে ছিলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর দীপক মজুমদার, ইকবাল আহমেদ, পেশকার আবুল হাসিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

দোকানদাররা জানান, পেঁয়াজ আগের চেয়ে কম মূল্যে খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। 

এরপর নির্বাহী হাকিম সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। এছাড়াও রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএ)