পেঁয়াজ নিয়ে কারসাজি: হানিফের হুঁশিয়ারি

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ২১:০৩

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ পেঁয়াজের দাম বৃদ্ধিকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘পরিষ্কারভাবে বলছি, পেঁয়াজ নিয়ে যে কারসাজি করা হচ্ছে- এদের বিরুদ্ধে সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। পেঁয়াজের এ কারসাজির সাথে যারা জড়িত, তাদের খুঁজে বের করা হচ্ছে। এই চক্রকে চিহ্নিত করে কঠোর শাস্তি দেয়া হবে।’

সোমবার বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

হানিফ বলেন, ‘আমাদের দেশে কিছু সুবিধাবাদী ব্যবসায়ী আছে। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তারা ফায়দা লুটতে চায়। এসব ব্যবসায়ী পেঁয়াজ গুদামজাত করে দাম বাড়িয়ে দিয়েছে। এই ধরনের সুবিধালোভী ব্যবসায়ীদের কারণে সাধারণ জনগণের দুর্ভোগ হয়। বিদেশ থেকে আমরা পেঁয়াজ আমদানি করছি। পেঁয়াজের দাম ইতোমধ্যে কমতে শুরু করেছে।’

হানিফ বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায়। এতিমের টাকা চুরি করে জেল খাটছেন তিনি। বিএনপি নেতাদের লজ্জা হওয়া উচিৎ। বিএনপি দল থেকে তাদের পদত্যাগ করা উচিৎ। কারণ আপনারা এমন দল করেন- আপনাদের দলের প্রধান এতিমের টাকা চুরির দায়ে জেল খাটছেন।’

তিনি মির্জা ফখরুলকে উদ্দেশে বলেন, ‘রাস্তায় দাঁড়িয়ে খালেদা জিয়ার মুক্তি চান, আর প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেয়ার সময় খালেদার মুক্তির কথা লিখতে ভুলে যান। রাস্তায় দাঁড়িয়ে আপনার নেত্রীর মুক্তি দাবির এ নাটক বন্ধ করুন।’

মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ. ক. ম সরোয়ার জাহান বাদশা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগম, সাবেক সাংসদ সুলতানা তরুণ, লাইলা আঞ্জুমান বানু, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আমিনুল হক রতন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।

মিরপুর উপজেলা আওয়ামী লীগের এ ত্রি-বার্ষিক সম্মেলনে আবার কুষ্টিয়া কোর্টের অতিরিক্ত পিপি আব্দুল হালিমকে সভাপতি ও মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আরেফিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :