কুমিল্লায় সেতুর নিচে বস্তা বস্তা পচা পেঁয়াজ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২২:৩৩ | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ২২:২৫

কুুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পূর্ব বাজারে সেতুর নিচে ময়লার ভাগাড়ে বস্তা বস্তা পচা পেঁয়াজ দেখা গেছে। রবিবার রাতে কে বা কারা এগুলো সেতুর নিচে ফেলে যায়। আজ সোমবার পথচারীরা সেতুর নিচে পেঁয়াজের বস্তা দেখতে পান।

গৌরীপুর বাজারের ব্যবসায়ী মো. জামাল হোসেন বলেন, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় যেখানে নিম্ন আয়ের মানুষ রান্নার জন্য পেঁয়াজ কিনতে পারছে না, সেখানে একশ্রেণির ব্যবসায়ী পেঁয়াজ গুদামজাত করে পচিয়ে ফেলছে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান বলেন, ‘গৌরীপুর বাজারে সেতুর ওই পাশ দিয়ে ব্যবসায়ীরা ময়লা ফেলে। বস্তা বস্তা পচা পেঁয়াজ উদ্ধারের বিষয়টি খোঁজ নিচ্ছি। যদি কোনো ব্যবসায়ী পেঁয়াজ গুদামজাত করে পেচিয়ে থাকেন তাহলে ব্যবস্থা নেয়া হবে।’

পেঁয়াজ পচানোর অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, গুদামজাত করে পচানোর অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :