চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ চেষ্টায় শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ২২:২৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহীন উদ্দীনের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার বিকালে স্কুলের একটি কক্ষে ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা মামলা করলে পুলিশ রবিবার মধ্যরাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

অভিযুক্ত শিক্ষক শাহীন উদ্দীন দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের ইসলাম উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মজলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেন শাহীন উদ্দীন। ক্লাসের পর স্কুলের একটি কক্ষেই ছেলে মেয়েদের প্রাইভেট পড়ান তিনি।

চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থীর অভিযোগ, শনিবার বিকালে প্রাইভেট পড়া শেষে সবাইকে ছুটি দিলেও বাড়তি পড়ার কথা বলে তাকে আটকে রাখা হয়। এরপর সবাই চলে গেলে অভিযুক্ত শিক্ষক তাকে ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে পালিয়ে এসে রক্ষা পায় ওই স্কুলছাত্রী।

ওই শিক্ষার্থীর বাবা জানান, বিষয়টি আমরা অবহিত হওয়ার পর স্কুল পরিচালনা পর্ষদকে জানেই। এরপর তারা রবিবার সন্ধ্যায় সালিশ বৈঠকের আয়োজন করে। বৈঠকে বিষয়টি মীমাংসার জন্য চাপ দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। এক পর্যায়ে মারামারির ঘটনাও ঘটে। মারপিটের শিকার হন একজন সংবাদকর্মীও। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, ঘটনাটি অবহিত হওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে থেকে প্রাথমিকভাবে আমরা অভিযুক্ত শিক্ষককে আটক করে হেফাজতে নিই। পরে রাতে ওই শিক্ষার্থীর মা এ ঘটনায় দামুড়হুদা থানাতে একটি মামলা করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএ)