ইবির ডি ইউনিটের ফল প্রকাশ

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ২২:২৮

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর নিকট ফলাফল হস্তান্তর করেন ইউনিট সদস্যরা। পরীক্ষায় পাসের হার শতকরা ১৯.৭৬ শতাংশ।

‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের বিপরীতে ২৩ হাজার ১৫২ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৯ হাজার ৬১৩ জন। পরীক্ষায় পাসের হার ১৯.৭৬ শতাংশ। এ সময় ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মোস্তফা কামাল, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ ও সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএ)