পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে রাজশাহীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ২৩:১০

ব্যুরো প্রধান, রাজশাহী

পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধিতে রাজশাহীতে প্রতিবাদে সমাবেশ করেছে বিএনপি। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর মালোপাড়া এলাকায় নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়। জেলা ও নগর বিএনপি যৌথভাবে এর আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও সদস্য সচিব বিশ্বনাথ সরকার। সভাপতিত্ব করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

বক্তারা অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় পেঁয়াজের দাম এভাবে বেড়েছে। তারা পেঁয়াজের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান। এছাড়া কারাবন্দি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় এই সমাবেশ থেকে।

প্রতিবাদ সমাবেশে জেলা ও মহানগর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএ)