মেঘনায় বাল্কহেড ডুবি: নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ২৩:২৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে নিখোঁজ এ দুটি মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন- বরগুনার তালতলী থানার সওদাগর পাড়ার মৃত. কেরামত আলী হাওলাদারের ছেলে আসলামুল হক (২৬) ও একই উপজেলার পশ্চির জারাখালী এলাকার মৃত. মোজাহার বেপারীর ছেলে আব্দুল মান্নান মিয়া বেপারী (৬০)।

গজারিয়া নৌ-পুলিশ থানার ইনচার্জ আব্দুল রাজ্জাক মিয়া জানান, বাল্কহেড ডুবির ঘটনায় সোমবার সকাল থেকেই কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস গতকালের ন্যায় আজও অভিযানে নামে। পরে বিকাল সাড়ে ৪টার ও বিকাল ৫টার দিকে গজারিয়া লঞ্চঘাট টার্মিনালের দক্ষিণে থ্রি এ্যাঙ্গেল মেরিন শিপইয়ার্ডের সামনে মেঘনা নদীতে ডুবে যাওয়া বাল্কহেড নাদিয়ার ভেতর থেকে ওই দুই নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করেন তারা।

আগের দিন রবিবার ভোরে গজারিয়া কোস্টগার্ড স্টেশন সংলগ্ন মেঘনা নদীতে ঢাকার সদরঘাটগামী যাত্রীবোঝাই কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় নাদিয়া নামে বালুবাহী বাল্কহেড ডুবে তিন শ্রমিক নিখোঁজ হন।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :