নিত্যপণ্য নিয়ে বৈঠক ডেকেছে এফবিসিসিআই

জহির রায়হান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৯, ১৬:১৬

দেড় মাসের বেশি সময় ধরে অস্থিরতা চলছে পেঁয়াজের বাজারে। এ সংকটের মধ্যে বাড়তে শুরু করেছে চালের দাম। তার মধ্যে আবার গুজব রটিয়ে লবণের বাজারেও হুলস্থুল বঁধানোর পাঁয়তারা করছে অসাধু চক্র। এমন পরিস্থিতি করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসতে চলেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

রবিবার হতে চলা ওই বৈঠকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে ব্যবসায়ীদের করণীয়সহ বাজার মনিটরিংয়ের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ সভাপতি মুনতাকিম আশরাফ।

মঙ্গলবার ঢাকা টাইমসকে তিনি বলেন, ‘আমরা একটি টিম গঠন করছি তারা এ বিষয়ে বাজার মনিটরিং করছে। আসলেই বাজারে পণ্য সংকট না সংকট কেউ সৃষ্টি করছে এ বিষেয়ে কাজ করছেন তারা।’

রবিবারের বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাজারের বিদ্যমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের করণীয় বিষয়ে আলোচানা হবে। এখানে সকল স্টেকহোল্ডারদের ডাকা হয়েছে।’

‘আমরা মনিটরিং করে দেখবো কোথায় কী পণ্যের চাহিদা রয়েছে। সে চাহিদা মেটাতে সরবরাহে কোনও ঘাটতি আছে কি না। পণ্যের চাহিদা অনুযায়ী যেন যোগানের ব্যবস্থা থাকে সে বিষয়ে কাজ আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো।’

গুজব ছড়িয়ে পণ্যের দাম বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে এফবিসিসিআই কি কাজ করছে প্রশ্নে মুনতাকিম আশরাফ বলেন, ‘আমরা এ বিষয় ব্যবসায়ীদের সচেতন করছি। তারা যেন গুজবে কান না দেয়।’

এফবিসিসিআই এরইমধ্যে ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠকের বিষয়ে জানিয়েছে। বৈঠকে সব স্তরের স্টেক হোল্ডারদের আমন্ত্রণ জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেআর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ঢাবির কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক কামরুল, সম্পাদক আফতাব আলী

বিডিবিএল-সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত নিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

প্রিমিয়ার ব্যাংকের প্রথম প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন

তিন উৎসবে রঙিন এনআরবিসি ব্যাংক

নারীর অধিকার আদায়ে ইসলামী ব্যাংকের মুদারাবা মোহর সঞ্চয়ী হিসাব

রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা

ব্যাংক এশিয়া কিনে নিচ্ছে পাকিস্তানি আলফালাহ ব্যাংক

এনসিসি ব্যাংক এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে চুক্তি

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মইদুল ইসলাম

ডিএমডি হলেন অগ্রণী ব্যাংকের শামিম উদ্দিন আহমেদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :