ট্রাক মালিক-শ্রমিকদের আন্দোলনে বিএনপির সমর্থন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৯, ১৮:০৮
ফাইল ছবি

নতুন সড়ক আইনের প্রতিবাদ জানিয়ে বেশ কিছু জেলার পর বুধবার থেকে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এই আন্দোলনকে যৌক্তিক দাবি করে তাতে বিএনপির সমর্থন থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) সমাবেশটি আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ যে আন্দোলন করছে, তা নিশ্চয়ই যৌক্তিক। তাদের এই আন্দোলনে আমাদের সমর্থন থাকবে।’

সড়ক পরিবহন আইন ২০১৮ স্থগিত করে তা সংশোধনসহ নয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। কাল বুধবার সকাল ছয়টা থেকে তারা আর পণ্য পরিবহন করবে না বলে ঘোষণা দিয়েছে। নতুন আইন বাতিল এবং নতুন আইন সংশোধনে মালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের রাখাসহ নয় দফা দাবি জানায় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারকে জনগণ ভালোবাসে না, পছন্দ করে না। এই সরকার জানে তারা সারাদেশে যে নৈরাজ্য চালাচ্ছে বিএনপি ক্ষমতায় এলে তাদের পরিণতি কী হবে। তাই এখন এই সরকার ক্ষমতা ছাড়তে ভয় পায়।’

নজরুল ইসলাম খান বলেন, ‘যে সরকার পেঁয়াজের দাম কন্ট্রোল করতে পারে না, সে দেশ কীভাবে কন্ট্রোল করবে। নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যসামগ্রীর দাম বেড়ে গেছে। মানুষ কীভাবে বেঁচে থাকবে। আমরা খুব দ্রুত আন্দোলনে নামব এবং এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করব।’

ইতিহাস কাউকে ক্ষমা করে না মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘খালেদা জিয়া একজন বয়স্ক ও অসুস্থ মানুষ। তার ওপর যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে তাতেই বোঝা যায় এই সরকার কতটা অমানবিক। আমরা শিগগির তীব্র আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করব এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনব।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ আয়োজক সংগঠনের নেতারা।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/বিইউ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :