রাজশাহীতে মাদক মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ১৯:০১

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীতে মাদক মামলায় এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এমদাদুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুল লতিফ (৭০)। রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায় তার বাড়ি। বাবার নাম মৃত আইয়ুব আলী। কারাদণ্ড ছাড়াও আদালত লতিফকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও পাঁচ মাস বিনাশ্রম কারাদণ্ড।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৫ সালের ২৬ এপ্রিল ২ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ মাদারপুর মহল্লা সংলগ্ন পদ্মা নদীর পাড় থেকে গোদাগাড়ী থানা পুলিশ লতিফকে গ্রেপ্তার করে। এ নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়।

পরবর্তীতে আদালতে এর বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে হেরোইন রাখার অপরাধে আদালত লতিফকে এ দণ্ড দিলেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী নাজমুল হক মিন্টু।

ঢাকাটাইমস/১৯নভেম্বর/ইএস