লবণ নিয়ে গুজব ঠেকাতে হটলাইন চালু

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ১৯:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

গত কয়েক মাস আগে ‘পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে’ এমন গুববে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এবার নতুন গুজবের তালিকায় যুক্ত হয়েছে লবণ। ‘লবণের কেজি ২০০ টাকা হবে’ এমন গুজব ছড়িয়ে পড়েছে সারাদেশে। এই গুজবে কেউ কেউ অতিরিক্ত লবণ কিনে রাখায় ঘাটতি শুরু হওয়ায় কোথাও কোথাও বেশি দামে লবণ বিক্রিও হচ্ছে।

লবণ নিয়ে ছড়িয়ে পড়া গুজব ঠেকাতে উদ্যোগী হয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এই সংক্রান্ত বিষয় তদারকির জন্য সংস্থাটি কন্ট্রোল রুম চালু করেছে।

সংস্থাটির উপ-পরিচালক মঞ্জুর শাহরিয়ার বলেন, ‘লবণ সংক্রান্ত যেকোনো তথ্যের প্রয়োজনে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে। এছাড়া লবণের দাম বেশি চাইলে ভোক্তারা সরাসরি এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন।’

জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র: ফোন-০২-৫৫০১৩২১৮, ০১৭৭৭-৭৫৩৬৬৮ এবং ০১৬২৪২৭৬০১২ (উপ-পরিচালক মঞ্জুর শাহরিয়ার)। এছাড়া ই-মেইল করতে পারেন, [email protected] এই ঠিকানায়। এর পাশাপাশি নিকটস্থ থানাকে অবহিত করতে পারেন। প্রয়োজনে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে সহায়তা নিতে পারেন।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/টিএটি/জেবি)