ধানকাটা নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১৩

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৯, ২১:০০

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটের কালাই উপজেলায় মাঠের ধানকাটা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৩ জন।

মঙ্গলবার বিকালে করমকা মাঠে ধানকাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
আহতরা হলেন কালাই উপজেলার করমকা গ্রামের সাইদুর রহমান̣ (৩৭), মিফাদুল জান্নাত (২৭), মাহফুজুর রহমান (৩০), বায়জিদ বোস্তামি (৩০), মনোয়ারা বেগম (৫০), সাঈদ মন্ডল (৫৫), নুর নবী, (৩৫), মাহবুর রহমান (৩২), আহত অন্যন্যরা বিভিন্ন সরকারি-বেসরকারি চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

কালাই থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে এক বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। তারা উভয়পক্ষই জমিতে ধান রোপণ করে বলে দাবি করে আসছিলেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন সমর্থকরা করমকা মাঠ ধান কাটাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ নেতা  উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজেদ আলী সমর্থকরা বাধা দিলে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। গুরুতর আহতদের কালাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতের মধ্যে চারজনের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

তবে সংঘর্ষের ব্যাপারে জানতে আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ঢাকাটাইমস/১৯নভেম্বর/ইএস