ইডেন টেস্টের প্রথম চারদিনের টিকিট শেষ: সৌরভ

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৯, ১১:২২ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯, ১২:১৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইডেনের গোলাপি বলে দিনরাতের ঐতিহাসিক টেস্টে কাউন্টার থেকে দর্শকদের টিকিট না পাওয়ার সম্ভাবনা ক্রমে বাড়ছে। ২২ নভেম্বরের এই ঐতিহাসিক টেস্ট নিয়ে ইতিমধ্যেই সেজে উঠেছে ইডেন

মঙ্গলবার মুম্বাই থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রথম চারদিনের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তাঁর মন্তব্য, ‘ইডেনে ভারত বনাম বাংলাদেশের প্রথম চার দিনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। টেস্ট ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের এই আগ্রহ দেখে দারুণ আনন্দ হচ্ছে।’

সৌরভের এই মন্তব্যের আগেই  সিএবি কর্তারা জানিয়ে দিয়েছেন, অনলাইনে টিকিট বিক্রি হওয়ার পরে যে সামান্য টিকিট উদ্বৃত্ত থাকবে, তা কাউন্টারে তাঁরা পাঠাতে চান না দর্শকদের নিরাপত্তার কথা ভেবেই। না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

ইন্দোর থেকে এ দিনই কলকাতায় এসেছেন ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা। কলকাতায় পৌঁছেই গোলাপি কবলে অনুশীলনেও নেমেছিল টাইগাররা। কিন্তু বিপত্তি দেখা গিয়েছে বল নিয়েই। গোলাপি বলের গতি সামলাতে কুপোকাত টাইগার ব্যাটসম্যানরা।

জানা গেছে, লাল বলের গঠন প্রক্রিয়া থেকে গোলাপি বলের গঠন কিছুটা ভিন্ন হওয়ায়, এটি লাল বলের তুলনায় টেকসই এবং গতিশীল।

উল্লেখ্য, চলতি মাসের ২২ তারিখ দ্বিতীয় টেস্টে ইডেন গার্ডেনে ভারতের বিরোধিতা করবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২০ নভেম্বর/এআইএ)