আখাউড়ায় পিইসিতে প্রক্সি, ১৯ শিক্ষার্থী বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৯, ১৮:০২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় অন্যদের দিয়ে পরীক্ষা দেয়ানোর অভিযোগে ১৮ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে দুই স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয়া আরো এক শিক্ষার্থীকে। এছাড়া প্রক্সি দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবক ও দুই স্কুল শিক্ষিকাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার গণিত পরীক্ষা চলাকালে উপজেলার তুলাই শিমুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ধরনের জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। ওই কেন্দ্রে উপজেলার মনিয়ন্দ এলাকার সাতটি আনন্দ স্কুলের ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৮ জনের হয়ে পরীক্ষা দিচ্ছিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আরেক শিক্ষার্থী একই সঙ্গে দুই স্কুলে ভর্তি ছিল।

বিষয়টি জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম তাহমিনা আক্তার রেইনা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিআরডিবি কর্মকর্তা খোরশেদ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত হয়ে এ বিষয়ে পদক্ষেপ নেন। প্রথমে প্রক্সি দেয়ানো ১৮ শিক্ষার্থী ও একই সঙ্গে দুই স্কুলে ভর্তি থাকা শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে বিকালে প্রক্সি দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবককে ডেকে এনে তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন নির্বাহী হাকিম তাহমিনা আক্তার রেইনার ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে সাথী আক্তার ও পপি আক্তার নামে দুই শিক্ষককে আটক করে নিয়ে এসে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

কেন্দ্র সচিব ও তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, এক শিক্ষার্থীর হাতের লেখা সুন্দর দেখতে পেয়ে কক্ষ পরিদর্শক প্রশংসা করেন ও কোন স্কুলের ছাত্র জানতে চান। এ সময় ওই শিক্ষার্থী ও তার সাথের শিক্ষার্থী জানায়, সে অষ্টম শ্রেণিতে পড়ে। বিষয়টি কেন্দ্র সচিবকে তিনি অবহিত করেন। পরে খোঁজ নিয়ে দুইটি কক্ষে ১৯ জন শিক্ষার্থীকে পাওয়া যায়- যারা প্রক্সি দিচ্ছে। তাৎক্ষণিকভাবে প্রক্সি দেয়ানো শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে তিনি ওই স্কুলে ছুটে যান। বিষয়টি নিশ্চিত হয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবক ও দুই শিক্ষককে জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :