বাংলাদেশ ব্যাংকের বইয়ে বঙ্গবন্ধুকে অবমাননার রায় ২৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৯, ১৯:৪০

আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করার বিষয়ে দায়েরকৃত মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করা হবে।

বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এই মামলার রিটকারী ভোরের পাতা ও দ্য পিপলস টাইমস সম্পাদক, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য ও ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য এবং এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট সাইফুদ্দিন খোকন, মো. মতিয়ার রহমান এবং শাহাজাহান লিংকন।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

উভয়পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে শুনানি শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের তারিখ হিসাবে ২৮ নভেম্বর ঘোষণা করেন।

তথ্য গোপন করে ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ গ্রন্থে ইতিহাস বিকৃতি বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমনানা করার অভিযোগ এনে গত বছরের ২ অক্টোবর হাইকোর্টে রিট দায়ের করেছিলেন ভোরের পাতা ও দ্য পিপলস টাইমস সম্পাদক, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য ও ধর্মবিষয়ক উপকমিটির সদস্য এবং এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান।

এদিকে, পাকিস্তানের প্রেতাত্মারা যারা এখনো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে আদর্শিক এ লড়াই আমৃত্যু চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ড. কাজী এরতেজা হাসান। ঘটনা প্রবাহের এই সময়ে হাইকোর্ট বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে ভর্ৎসনা থেকে শুরু করে বইটি বাজারজাত করার বিষয়েও নিষেধাজ্ঞা দিয়েছিল। এমনকি রিটকারী ড. কাজী এরতেজা হাসানকে স্বশরীরে হাইকোর্টে গিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করার জন্যও ডাকা হয়েছিল। সেখানে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করার জন্য বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে লড়াইয়ে চূড়ান্তভাবে আদালতের মাধ্যমেই জয়ী হবেন বলে বিশ্বাস রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন।

দীর্ঘ এক বছরেও বেশি সময় ধরে শুধু হাইকোর্টে এই সংক্রান্ত রিট আবেদন করার কারণে নানা মহলের হুমকিও পেয়েছেন ড. কাজী এরতেজা হাসান। তবুও একটি বারের জন্য সমঝোতা বা আপোস করার মানসিকতাও দেখাননি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে। তিনি বারবারই উচ্চারণ করেছেন, যত বাধাই আসুক না কেন; আমি আমার এ লড়াই চালিয়ে যাবোই, ইনশাল্লাহ।

এ প্রসঙ্গে ড. কাজী এরতেজা হাসান বলেন, পৃথিবীর ইতিহাসের নৃশংসতম ভোর এসেছিল ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে পাকিস্তানি ও মার্কিন ষড়যন্ত্রে লালায়িত চেতনা আবার প্রতিষ্ঠিত হয়েছিল সামরিক জান্তা জিয়াউর রহমানের হাত ধরে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়েই নয়, কয়েক মাসের ব্যবধানে জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা করেছিল একাত্তরের পরাজিত শক্তির দোসররা। এখনো একাত্তর ও পঁচাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে এই স্বাধীন বাংলাদেশে। এই দেশের আলো বাতাসে বেড়ে উঠলেও তাদের মনে এখনো পাকিস্তান প্রীতি। তাই শহীদ বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে প্রতিনিয়তই ষড়যন্ত্র করে যাচ্ছে। এখনো বিশ্বাসঘাতক খন্দকার মোশতাকের বংশধররা এ দেশকে বিতর্কিত করতে ষড়যন্ত্রে লিপ্ত। তবে আমরা বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান হিসাবে শুধু বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচারই দাবি করছি না, বিচার দাবি করছি সেই সব কুলাঙ্গার পাকিস্তানি প্রেতাত্মাদের যারা শহীদ বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের বিশ্ব মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আমাদের সেই আস্থা আছে। যারা বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশকে পাকিস্তানের আদর্শে পরিচালিত করতে চেয়েছিল তাদের বংশধর বা দোসরদেরও বিচারের সম্মুখীন করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। কেননা এখনো ষড়যন্ত্রকারীরা যখনই সুযোগ পায়; তখনই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। বঙ্গবন্ধুর স্বঘোষিত হত্যাকারীদের পাশাপাশি যারা তার আদর্শকে নষ্ট করতে চায়, তাদেরও বিচার করা এখন সময়ের দাবি।

ড. কাজী এরতেজা হাসান আরো বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের যেমন বিচার এদেশেই হয়েছে, তেমনি তার আদর্শকে যারা হত্যা করতে চায় তাদেরও বিচার এই বাংলার মাটিতেই হবে। কেননা পাকিস্তানপ্রেমীরা হয়তো জীবিত বঙ্গবন্ধুর চেয়ে শহীদ বঙ্গবন্ধুর আদর্শকে বেশি ভয় পায়।

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর ড. কাজী এরতেজা হাসানের রিটের পর রুল জারি করে হাইকোর্ট। এ ঘটনা তদন্তে অর্থ সচিবকে একটি অনুসন্ধান কমিটি গঠন করতে নির্দেশ দেন। এ আদেশ অনুসারে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ বিভাগ) ড. মো. জাফর উদ্দীনকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের মতামত অংশে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশ ব্যাংকের নামকরণ করেন।...গ্রন্থটির দ্বিতীয় অধ্যায়ে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে। এ কারণে স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে অন্তর্ভুক্ত করা অত্যাবশ্যক ছিল। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট বঙ্গবন্ধুর ছবি খুঁজে পাওয়া যায়নি-এ যুক্তিতে বঙ্গবন্ধুর ছবি বইয়ে অন্তর্ভুক্ত না করার বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। গ্রন্থটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অন্তর্ভুক্ত না করায় ইতিহাস বিকৃত হয়েছে মর্মে কমিটি মনে করে। প্রতিবেদনে আরও বলা হয়, গ্রন্থটিতে তদানীন্তন পকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এবং তদানীন্তন পূর্ব পাকিস্তান গভর্নর মোনায়েম খানের ছবি সংযোজন না করা শ্রেয় ছিল এবং সেটি সবার ভুল মর্মে বইটির সম্পাদক স্বীকার করেন।

বইটি নিয়ে আলোচনা-সমালোচনার পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক ব্যাখ্যায় বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ গ্রন্থের পাণ্ডুলিপি তৈরি ও প্রকাশনার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ২০১৩ সালের জুন মাসে। এ বিষয়ে তখন উপদেষ্টা কমিটি ও সম্পাদনা নামে দুটি কমিটি গঠিত হয়। ওই কমিটি দুটি পাণ্ডুলিপি চূড়ান্তের পর গ্রন্থটি ২০১৭ সালের ডিসেম্বর প্রকাশিত হয়। গ্রন্থটি প্রকাশনার পরপরই এতে কতিপয় গুরুত্বপূর্ণ ব্যত্যয় পরিদৃষ্ট হলে বাংলাদেশ ব্যাংক গভর্নর গ্রন্থটির বিতরণ বন্ধের নির্দেশ দেন এবং গ্রন্থটি রিভিউয়ের জন্য একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে রিভিউ কমিটি গঠন করেন।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :