রাজধানী মার্কেটকে আগেই সতর্ক করেছিল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২০:৫৭ | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৯, ২০:৫৫

ঢাকার টিকাটুলির রাজধানী সুপার মার্কেট অগ্নিঝুঁকিতে আছে এমনটা ফায়ার সার্ভিস আগেই জানিয়েছিল। মার্কেট কর্তৃপক্ষকে সময়ও বেঁধে দেয়া হয়েছিল। তবে এর আগেই সেখানে ঘটল ভয়াবহ আগুনের ঘটনা। যদিও শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের সর্বাত্মক চেষ্টায় ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে মার্কেটটি।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ব্যস্ততম এই মার্কেটটিতে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। মার্কেটটির দোতলায় লাগা এই আগুনে ১৫টির মতো দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কেটটিতে দেড় হাজারের বেশি দোকান রয়েছে।

সন্ধ্যা সাড়ে ছয়টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।

পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের প্রধান সাংবাদিকদের বলেন, একমাস দশদিন আগে ফায়ার সার্ভিসের পক্ষে রাজধানী মার্কেটে মহড়ার কাজ হয়েছিল। সে সময় মার্কেটের বৈদ্যুতিক তারসসহ আরও কিছু দুর্বলতা পাওয়া যায়। এসব ত্রুটি সারাতে মার্কেট কর্তৃপক্ষকে একমাস সময় দেওয়া হয়। মার্কেট কর্তৃপক্ষ আমাদের কাছে দুই মাস সময় চেয়েছিল। এর আগেই আগুনে ঘটনা ঘটলো।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, মার্কেটের ১৪/১৫টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনই বলা সম্ভব নয়। তদন্ত হবে, তদন্তের পর এর বিস্তারিত বলা যাবে।

এদিকে ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন ঢাকা টাইমসকে বলেন, 'আমাদের কাছে ১৫টির মতো দোকান পুড়ে যাওয়ার তথ্য রয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই জানা যাবে না। দোকানিরা নানান কথা বলছেন। আমরা তদন্ত রিপোর্ট পাওয়ার পরই বলতে পারব ক্ষতির পরিমাণ।'

এই কর্মকর্তা বলেন, 'আগামীকাল তদন্ত কমিটি হবে। তারা পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু পর্যালোচনা করবে।'

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

এই বিভাগের সব খবর

শিরোনাম :