ইবিতে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৯, ২১:৫৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাঁধে। পরে দফায় দফায় সংঘর্ষে ১০ ছাত্রলীগ কর্মী আহত হন। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ক্যাম্পাসের জিয়াউর রহমান হল মোড় দিয়ে হেঁটে যাচ্ছিল ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের ফজলে রাব্বি গ্রুপের কর্মী রিজভী আহমেদ ওশান। এসময় ওই এলাকায় বসে থাকা লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের শাহজালাল সোহাগ গ্রুপের কর্মী ঝিনুক ও চঞ্চু চাকমা মিলে ওশানকে ডেকে সিনিয়রদের সাথে খারাপ আচরণ করার অভিযোগে থাপ্পড় মারে। পরে ওশান বিষয়টি তার গ্রুপের নেতা কর্মীদের জানায়। পরে লাঠি, সোডা, রড নিয়ে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে সোহাগ, নিশাত, সালমান, স্বাধীন, জয়সহ ৮/১০ আহত হয়। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হলে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরে চিকিৎসা কেন্দ্র থেকে আবাসিক হলে ফেরার পথে আবার মারামারির ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, উভয় পক্ষই ফয়সাল সিদ্দিকী আরাফাত গ্রুপের উপ-গ্রুপ বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, আমি খবর পেয়েই ঘটনাস্থলে যাই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।

সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে আমাকে কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :