ক্ষমতার চেয়ে সাদামাটা জীবন বেশি টানে

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ০৯:৪১

বাণী ইয়াসমিন হাসি

গতকাল খুউব ক্ষমতাবান একজনের সাথে কথা হচ্ছিলো। তিনি চাইলে এদেশে কি কি করতে পারেন তার বেশ লম্বা একটা ফিরিস্তি দিলেন। আমি মনোযোগ দিয়ে শুনলাম।

আমি যখন ভার্সিটিতে ভর্তি হই তার কয়েকমাসের মধ্যেই আমরা বিরোধীদল হয়ে গেলাম। আমার বন্ধুরা কেউ ছাত্রদলে যোগ দিলো আবার কেউ বা নিষ্ক্রীয় হয়ে গেলো। পুলিশ ছাত্রদলের মার খেয়েও আমি কিন্তু ভালোবেসেই ছাত্রলীগটা করতাম। ১/১১ তে অনেকেই ফোন করে বলতো এত সামনে যেও না। এভাবে আর্মির বিরূদ্ধে বলো না। যাইহোক আমি কিন্তু থামিনি।

বেশ কয়েক বছর রাজনীতি থেকে একদম দূরে। এইজীবনে সক্রিয় রাজনীতিতে আর ফিরবো না। কিন্তু যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন এমন অনেকেই আমাকে খুউব স্নেহ করেন, পাত্তা দেন। আমি কোথাও যেয়ে ছাত্রলীগ করতাম এই পরিচয়টা দিই না, বরং কেউ বলতে গেলেও থামিয়ে দিই। আমি আমার কাজটাকে ভালোবাসি, ইনজয় করি।

একটু চেষ্টা করলেই একটা পোস্ট বা চেয়ার ম্যানেজ করা খুব একটা কঠিন ছিল না আমার জন্য।
আমি খুউব সামান্য মানুষ। আমি না হয় নিজের মতো করেই বাঁচি। ক্ষমতা, আলোর ঝলকানি এসবের চেয়ে সাদামাটা এই জীবনটাই আমাকে বেশি টানে।

লেখক: সম্পাদক, বিবার্তা২৪ ডটকম।