ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

‘ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অনুষ্ঠিত হয়েছে।
ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান রিপোর্টের সুপারিশ এবং বাস্তবায়ন কৌশল সংশ্লষ্টি পক্ষরে সঙ্গে আলোচনা করতে এ কর্মশালার আয়োজন করা হয়।
বুধবার ২০ নভেম্বর সকালে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জানানো হয়, চলতি বছরের অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আনুষ্ঠানিকভাবে ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান রিপোর্ট প্রকাশ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
বিসিসির নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোইকার কান্ট্রি ডিরেক্টর জো হনে-জু , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মামুন-আল-রশীদ এবং ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান এর প্রকল্প পরিচালক মো. মনির হোসেন।
জিয়াউল আলম বলেন, দেশে শক্তিশালী একটি সরকারি ই-গভর্নমেন্ট ইকো-সিস্টেম প্রতিষ্ঠায় ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান অত্যন্ত কার্যকরী এবং টেকসই ভূমিকা পালন করবে। এটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ/ সংস্থার আইসিটি সম্পর্কিত উদ্যোগ গ্রহণ ও রপকল্প ২০২১ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি বলেন, জাতিসংঘের ই-গভর্নমেন্ট জরিপ-২০১৮ অনুসারে বিশ্বের ১৯৩ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৫ তম। “প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ২০২১ সালের মধ্যে জাতিসংঘের ই-গভর্নমেন্ট র্যাংকিং এ প্লাসে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছেন।”
উল্লখ্যে, ২০০৩ সালে মাত্র ৪৫ টি দেশে ওয়ান স্টর্প প্লাটর্ফম ছিল এবং ২০১৬ সালে এটি ৯০ এ উন্নীত হয়। তিনি বলেন, বর্তমানে ৪০% এর বেশি সেবা ডিজিটাল পদ্ধতিতে চালু রয়েছে। ২০২১ সাল নাগাদ ৯০% সেবা অনলাইনে আনার কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভাপতির ভাষণে পার্থপ্রতিম দেব বলেন, সরকারের লক্ষ্য তথ্য-প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান পূর্ণরূপে বাস্তবায়ন হলে সকল নাগরিক সেবা, সরকারী ব্যবস্থাপনা ও পদ্ধতি অত্যন্ত ফলপ্রসু হবে।
(ঢাকাটাইমস/২১নভেম্বর/এজেড)
সংবাদটি শেয়ার করুন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

২০ কোটি টাকার সফটওয়্যার চুরির অভিযোগে প্রকৌশলী আটক

বাজারে ক্যাসপারস্কির নতুন সংস্করণ

নতুন বিনিয়োগ পেয়ে আরও শক্তিশালী হয়েছে পিকাবু

বিকাশ অ্যাপে ১৬ টাকা মোবাইল রিচার্জ বা সেন্ড মানি করলে ক্যাশব্যাক

ফোনের জন্য ফাইভ জি চিপসেট আনলো কোয়ালকম

রাইড শেয়ারিংয়ে বিআরটিএ’র তালিকাভূক্ত হলো সহজ

রাইড শেয়ারিং এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেল পাঠাও

৩ জিবি র্যামের অপো এ ফাইভ এলো নতুন সংস্করণে

নতুন স্কুটার আনল টিভিএস
