সান্তাক্লজ কোহলি

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ১২:২৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

অসময়ে সান্তাক্লজের সাজে কোহলিকে পেয়ে খুশিতে হতভম্ব হয়ে গিয়েছিল ভারতের বারুইপুরের আনন্দঘরের অসুস্থ শিশুরা। সাতসকালে সান্তা বুড়ো। তা-ও নভেম্বরে! বেশ মজাই পেয়েছিল হোমের খুদেরা। একটার পর একটা উপহার পেয়ে খুশিতে ডগমগ করছিল তারা। কিন্তু আসল চমক তখনও বাকি। সান্তাক্লজ় হঠাৎ সাজ খুলে ফেলতেই চিৎকার করে উঠল খুদের দল। সামনে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি!

বুধবার সকালে এভাবেই এক ঝাঁক বাচ্চাকে চমক দিলেন কোহালি। বারুইপুরের একটি হোমের এই খুদেরা এইচআইভি আক্রান্ত। প্রতিদিনের জীবনযুদ্ধের মাঝখানে হঠাৎ এমন পাওনায় ওদের চোখ-মুখ তখন খুশিতে উজ্জ্বল।

আগেই ঠিক ছিল এই শিশুরা শুক্রবার প্রথম ‘পিঙ্ক টেস্টে’ ভারত-বাংলাদেশের ম্যাচে নৈশ বিরতিতে ছয় ওভারের জন্য ইডেন কাঁপাবে। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের মাঠে নিয়ে যাবে ওরাই। ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে গাইবে জাতীয় সঙ্গীত। কিন্তু তার আগের দিন যে তাদের সঙ্গে হোমে দেখা করতে আসবেন কোহালি, তা তারা স্বপ্নেও ভাবেনি।

শুক্রবার ইডেনে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তনদের সঙ্গে খেলবে এই খুদেরা। সেই জন্য ৪০ জন বাচ্চাকে কয়েক দিন ধরে অনুশীলন চলছে হোমের ভিতরে। ‘আনন্দঘর’ হোমের কর্ণধার কল্লোল ঘোষ জানান, সিএবি গঠনমূলক কাজের জন্য এবার এইচআইভি বাচ্চাদের পাশাপাশি ক্যানসার-জয়ীদের জন্যও খেলা দেখার ব্যবস্থা করেছে। তিনি বলেন, ‘এখনও সমাজে এইচআইভি আক্রান্ত মানুষকে স্পর্শ করতে ভয় পান অনেকেই। ক্রিকেটের মাধ্যমে সেই ভয় কাটানোর জন্য আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলাম।’

উল্লেখ্য, শুক্রবার ঐতিহাসিক ইডেন টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/এআইএ)