হুয়াওয়ের মিডরেঞ্জের ফোনে শক্তিশালী ক্যামেরা

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৯, ১২:৩৪

দেশের বাজারে ওয়াই নাইন ২০১৯ এর সাফল্যের পর আসছে এ সিরিজের নতুন ফোন ওয়াই নাইন এস। জানা গেছে, চার ক্যামেরার

ফোনটিতে থাকবে ৪৮ মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরা হিসেবে ট্রিপল এআই ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সঙ্গে ৮ ও ২ মেগাপিক্সেলের দু’টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

সেলফির জন্য ২.২ অ্যাপারচারসহ ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা। রয়েছে অটো পপআপ সুবিধা। তাই মিডরেঞ্জের এই ফোনটি দিয়ে মোবাইল ফটোগ্রাফি করা যাবে নিজের ইচ্ছেমতো।

এ ফোনটির অন্যতম আকর্ষণ হতে পারে এর আল্ট্রা ওয়াইড ফুলভিউ ডিসপ্লে। ৬.৫৯ ইঞ্চির বিশাল এ ডিসপ্লের পাশাপাশি ফোনটির স্ক্রিন টু বডি রেশিও রাখা হয়েছে ৮৪.৭৩ শতাংশ। সাথে শক্তিশালী ব্যাটারি এবং র‌্যাম ও রমের সুবিধাতো রয়েছেই।

চমকপ্রদ ফিচারের এ ফোনটি বাংলাদেশের বাজারে চলতি মাসেই উন্মোচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা