তেজগাঁও থেকে ছাড়ছে পণ্য পরিবহনের ট্রাক

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ১৪:০৩ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯, ১৪:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রায় দুইদিন বন্ধ থাকার পর রাজধানীর তেজগাঁও থেকে ট্রাক-কাভার্ডভ্যানে পণ্য পরিবহন শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিবহন নেতাদের বৈঠকে অবরোধ প্রত্যাহারের ঘোষণার পর বৃহস্পতিবার ভোর থেকে পণ্য পরিবহন শুরু হয়।

ভোর থেকে তেজগাঁও ট্রাক-কাভার্ডভ্যানে পণ্য পরিবহন স্বাভাবিক আছে জানিয়ে সংগঠনটির গণমাধ্যম শাখার সদস্য সাখাওয়াত হোসেন স্বপন ঢাকাটাইমসকে বলেন, ‘চালকরা গাড়ি নিয়ে রাস্তায় নামছে। ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর থেকে তারা পণ্য পরিবহন শুরু করেছে। তবে অন্য জায়গায় চলছে কি-না সেটা জানি না।’

নতুন সড়ক পরিবহন আইন সংশোধন ও কিছু ধারা বাতিলের দাবিতে মঙ্গলবার সকাল পণ্য পরিবহন বন্ধ রাখা হয়। নতুন সড়ক পরিবহন আইন সংশোধন না হলে কেউ গাড়ি চালাবে না বলে ঘোষণা দেওয়া হয়। তাদের দাবি, বর্তমান আইনে জরিমানার পরিমাণ খুব বেশি। আর চালকদের যে অ-জামিনযোগ্য ধারাটা আছে সেটার কারণে শ্রমিকরা রাস্তায় গাড়ি নামাতে ইচ্ছুক না। রাতে রুদ্ধদ্বার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরিবহন নেতারা ধর্মঘট প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা তাদের ৯ দফা দাবি নিয়ে আলোচনা করেছি। লাইসেন্স, ফিটনেস সনদ আপডেটের জন্য তাদের ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। তারা আইন সংশোধনের যে দাবি জানিয়েছেন সেটা বিবেচনার জন্য সুপারিশ আকারে আমরা যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠাবো। তারা এগুলো বিবেচনা করে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে।’

এদিকে ট্রাক শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার হলেও বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর গাবতলী ও মহাখালী বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। ফলে অনেক জেলার সঙ্গে সড়কে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। তবে, রাজধানীর অভ্যন্তরীণ রুটে অল্প পরিসরে চলছে বাস।

ঢাকাটাইমস/২১নভেম্বর/এসএস/ইএস