ব্যবহারে পুলিশকে বিনয়ী হতে বললেন আইজিপি

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ১৬:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পুলিশের সবাইকে ব্যবহারে বিনয়ী হওয়ার তাগিদ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বিশেষ করে সড়কে আইন প্রয়োগে কর্মকর্তাদের বিনয়ী ব্যবহার করতে বলেছেন তিনি।

ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে ট্রাফিক সচেতনতামূলক পক্ষ-২০১৯ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন আহ্বান জানিয়ে পুলিশ প্রধান বলেন, ‘সড়কে আইন প্রয়োগে পুলিশকে বিনয়ী ব্যবহার করতে হবে।’

আইজিপি বলেন, ‘সড়কে আইন প্রয়োগ করতে গেলে অনেকেই পুলিশ কর্মকর্তাদের কাছে নিজের পরিচয় দেন এবং বদলির হুমকি দেন। তবে আমি আশ্বস্ত করছি এর জন্য কোনও কর্মকর্তা বদলি হবেন না। তবে পুলিশের সবার ব্যবহার বিনয়ী হতে হবে।’

ট্রাফিক শৃঙ্খলা একটি সভ্য জাতির প্রতীক মন্তব্য করে এই স্লোগান নিয়ে সবাইকে সচেতন করার জন্য লক্ষ্যে ট্রাফিক সচেতনতামূলক পক্ষ শুরু হয়েছে বলে জানান জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, ‘সড়কে সব স্থানে বাস থামবে লেখা না থাকলেও বাস থামার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। কিন্তু চালকরা সেটা না মেনে বাসস্টপের আগে পরে থামেন। এতে পথচারী ও যাত্রীর সমস্যা হয়। এর জন্য সবাইকে আইন মেনে চলতে হবে।’

জাবেদ পাটোয়ারী বলেন, ‘আন্তর্জাতিক নিয়মানুযায়ী একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ রাস্তা থাকা দরকার। সেখানে আমাদের দেশে রাস্তা রয়েছে মাত্র ৮ ভাগ। ড্রাইভার, মালিক- শ্রমিক ও পথচারী সকলকে আইন মেনে চলতে হবে।’

সড়কে ট্রাফিক শৃংখলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে সারা বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে নো হেলমেট, নো ফুয়েল নীতি পালন করছে। আমরা চাই সড়কে একটি জীবনও যেন হানি না হয়, প্রতিটি জীবনই অমুল্য।’

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এসএস/ডিএম)