ঢাকায় ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রির পরিসর বেড়েছে টিসিবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৯, ১৭:০৫

রাজধানী ঢাকায় ট্রাকসেলে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির পরিসর বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। সংস্থাটি এতদিন ৩৫টি স্পটে নিত্যপণ্যটি বিক্রি করলেও এখন থেকে আরও ১৫টি অর্থাৎ মোট ৫০টি স্পটে মিলবে তাদের পেঁয়াজ। এছাড়া এসব স্পটের আশপাশ এলাকায়ও ঘুরে ঘুরে ট্রাকসেলে পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়েও ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন টিসিবির তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

দাম নিয়ে চলমান অস্থিরতার মধ্যে জরুরি ভিত্তিতে কার্গো বিমানে করে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। ইতোমধ্যে আকাশপথে পেঁয়াজের চালানগুলো দেশে পৌঁছাতে শুরু করেছে। বিভিন্ন এয়ারলাইনসযোগে মিসর, তুরস্ক ও পাকিস্তান থেকে এসব পেঁয়াজ আমদানি হচ্ছে। এছাড়া সমুদ্রপথেও এলসির মাধ্যমে আমদানির পেঁয়াজও আসছে।

বাজারে পেঁয়াজের সরবারহ স্বাভাবিক রাখতে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রির ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

এছাড়া স্থল ও নৌ বন্দরগুলোতে আমদানি করা পেঁয়াজ দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে খালাসের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ও বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। আমদানিকারকদের উৎসাহিত করতে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এলসি মার্জিন এবং সুদের হার কমানো হয়েছে।

সে মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে আমদানি করা পেঁয়াজ খালাস করা হচ্ছে। বাজারে এরইমধ্যে পেঁয়াজের দাম পড়তে শুরু করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় অধীন টিসিবি ঢাকাসহ সারাদেশে ৪৫ টাকা কেজি মূল্যে পেঁয়াজ বিক্রি কার্যক্রম জোরদার করেছে।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/বিইউ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :