আবরার হত্যা মামলায় দুজন আইনজীবী দিচ্ছেন বাবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:৪৮ | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৯, ১৮:৫৫

বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারে প্রসিকিউশন টিমে পছন্দের দুজন আইনজীবী নিয়োগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন তার বাবা বরকতউল্লাহ। এ ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক সম্মতি দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পরিবারের আরও দুজন সদস্যসহ গুলশানে আইনমন্ত্রীর বাসায় যান আবরারের বাবা। সেখানে ১৫ থেকে ২০ মিনিট আইনমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন তারা।

সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা মূলত নিম্ন আদালতের মামলার কার্যক্রমের দ্রুতগতির নিয়ে আলোচনা করি এবং এতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি মামলা প্রসিকিউশন টিমে তার পছন্দের দুজন আইনজীবীকে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন এবং আমরা সম্মত হয়েছি।

আনিসুল হক বলেন, আবরারের বাবা মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য অনুরোধ জানিয়েছেন। ইতিমধ্যে আমরা মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য সিদ্ধান্ত নিয়েছি, সেটা তাকে জানাই।

চাঞ্চল্যকর এই মামলায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ২৫ জনের বিরুদ্ধে ১৩ নভেম্বর এই চার্জশিট দাখিল করে।

গত ৬ অক্টোবর রাতে আবরার ফাহাদকে বুয়েটের শেরে বাংলা হলে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরদিন তার বাবার বাদী হয়ে চকবাজার থানায় মামলায় করেন। অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীরা ইতিমধ্যে বুয়েট এবং নিজ সংগঠন থেকে বহিষ্কার হয়েছেন।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন

চার বিভাগে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগেই, ছুটি সরকারি ছুটির চেয়ে কম নয়

এই বিভাগের সব খবর

শিরোনাম :