সালমার নেতৃত্বে এসএ গেমসের দল ঘোষণা

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ২০:১৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

নেপালে আগামী ১-১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ১৩তম সাউথ এশিয়ান গেমসের (এসএ) জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের নারী টি-২০ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংক্ষিপ্ত ভার্সনের এ টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন সালমা খাতুন।

আসন্ন আসরে সাতটি দলকে দুই গ্রুপে বিভক্ত করা হয়েছে। ‘বি’ গ্রুপে থাকছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপ। ‘এ’ গ্রুপে থাকছে- ভারত, শ্রীলংকা, মালদ্বীপ ও স্বাগতিক নেপাল।

২ ডিসেম্বর থেকে শুরু হবে ব্যাট-বলের লড়াই। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ৫ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে সালমা খাতুনের দলের প্রতিপক্ষ পাকিস্তান। ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দু’টি সেমিফাইনাল। গ্রুপ পর্বে শীর্ষ দু’দল সেমির টিকিট পাবে। ৮ ডিসেম্বর হবে তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচ। ৯ ডিসেম্বর হবে ফাইনাল। সব ম্যাচই হবে পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা (উইকেটরক্ষক), জাহানারা আলম, আয়শা রহমান, ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, সানজিদা ইসলাম, শবনম মোস্তারি, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, রিতু মনি, পূজা চক্রবর্তী, রাবেয়া।

স্ট্যান্ড-বাই: মিমতা হেনা হাসনাত, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম, পান্না ঘোষ ও শায়লা শারমিন।

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/এসইউএল)