জামালপুরে ইজিপিপি প্রকল্প

কাগজে টিপসই, শ্রমিকদের ২০০ টাকা

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ২১:৪৯

সাইমুম সাব্বির শোভন, জামালপুর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের কাজ নেই, মজুরি নেই- সাদা কাগজে টিপের বিনিময়ে শ্রমিকদের ভাগ্যে জুটেছে ২০০ টাকা। উপজেলার গুনারীতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য আলী আকবর চরগোপালপুর গ্রামের অতিদরিদ্র ৩৪ জন নারী-পুরুষ শ্রমিকের কাছ থেকে এভাবেই টিপ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ গত তিনটি অর্থবছর ধরে তাদের নামে ব্যাংক হিসাবে জমাকৃত টাকার পুরোটাই উত্তোলন করা হয়েছে। শ্রমিকের নামে ব্যাংকের জমাকৃত টাকা শ্রমিকের টিপ/স্বাক্ষর ছাড়া কীভাবে উত্তোলন করা হলো- এ নিয়ে বিস্ময় প্রকাশ করলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী।

বিষয়টি সরেজমিনে অনুসন্ধানের জন্য মঙ্গলবার চরগোপালপুরে উপস্থিত হলে ইজিপিপি প্রকল্পের তালিকাভুক্ত শ্রমিকরা চরগোপালপুর বাজারে জড়ো হন। ওই প্রকল্পের শ্রমিক সোলাইমান, আব্দুস সালাম, হালিমা বেগম, ফকির আলী ও তার স্ত্রী আছিয়া, মমতাজ আকন্দ, মনির উদ্দিনসহ প্রায় ২০ জন নারী-পুরুষ শ্রমিক বলেন, ‘চরগোপালপুর বাজারের মুরগির ব্যবসায়ী ময়নুল মুন্সি তাদের মাটি কাটার কাজের জন্য ২০০ টাকা দিয়ে আমাদের কাছ থেকে সাদা কাগজে টিপসহি নিয়েছেন।’

তারা আরও বলেন, ‘আমরা ওই প্রকল্পের মাটি কাটার কোন কাজ করিনি তারপরও আমাদের কেন টাকা দিল জানতে চাইলে তিনি বলেন, মেম্বার আলী আকবর দিতে বলেছেন।’

এ বিষয়ে ময়নুল মুন্সি বলেন, ‘ইউপি সদস্য আলী আকবর আমাকে শ্রমিকদের নামের তালিকা দিয়ে ২০০ টাকা দিয়ে সাদা কাগজে টিপ নিতে বলেছেন। আমি তাই করেছি। এর বেশি আমি কিছুই জানি না।’

ইউপি সদস্য আলী আকবর বলেন, ‘চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না এমনি টাকা দিতে বলেছেন। আমি ব্যস্ত থাকায় ময়নুল মুন্সীকে দিয়ে সে টাকা বিতরণ ও তাদের টিপসহি নিয়েছি।’

জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী বলেন, ‘ইজিপিপি প্রকল্পের নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত প্রতিজন নারী-পুরুষ শ্রমিক প্রতি অর্থবছরে দুই দফায় চল্লিশ দিন করে আশি দিন কাজের মজুরি হিসেবে ১৬ হাজার টাকা মজুরি পাবেন। কাজ শুরু হওয়ার পর তাদের মজুরি নিজ নিজ ব্যাংক একাউন্টে জমা হবে। চেকের মাধ্যমে তারা টিপ বা স্বাক্ষর দিয়ে তা উত্তোলন করবেন। অন্য কোন ব্যক্তির এই টাকা উত্তোলনের করতে পারবে না বা সুযোগ নেই। শ্রমিকের নামে ব্যাংকে জমাকৃত টাকা শ্রমিকের টিপ/স্বাক্ষর ছাড়া কীভাবে উত্তোলন করা হলো- এ নিয়ে বিস্ময়ও প্রকাশ করেন তিনি।’

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এলএ)