রাণীনগরে সার ও বীজ বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৯, ২১:৫৮

নওগাঁর রাণীনগর উপজেলায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে কৃষি প্রণোদনা সর্মসূচির আওতায় রবি ২০১৯-২০ মৌসুমে সরিষা, ভুট্টা, পেঁয়াজ, শীতকালীন মুগ ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ফসলের সার ও বীজ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের আযোজনে উপজেলার আটটি ইউনিয়নের ১৮১০ জন কৃষকদের মাঝে এসব প্রণোদনা প্রদান করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন- রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ভাইস-চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুসহ আরো অনেকেই।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :