শাবিতে হল খোলা রাখার দাবি

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৯, ২২:২২

শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমবর্তনকে কেন্দ্র করে শীতকালীন ছুটির মধ্যে আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। বুধবার মানববন্ধনে প্রক্টরিয়াল বডির বাধার প্রতিবাদে বৃহস্পতিবার এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন হয়। পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের ইউনিভার্সিটি সেন্টার, একাডেমিক বন্ধন ‘ই’ এবং একাডেমিক ভবন ‘সি’ ঘুরে উপাচার্য ভবনের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, ‘গত বুধবার শিক্ষার্থীদের যে মানববন্ধন ছিল- তা একটি যৌক্তিক দাবি ছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মানববন্ধনে বাধা দেয়া ছিল আমাদের জন্য লজ্জার। আমাদের জানা মতে, কোন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনের মতো নিরীহ কর্মসূচিতে বাধা দেয়া হয় না। কিন্তু প্রশাসনের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তারা এমন কার্যক্রমে বাধা দেয়।’

তারা আরো বলেন, ‘বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ই কনভোকশনের সময় হল বন্ধ করে না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ঈদের ছুটি, পূজার ছুটি অমুক-তমুক ছুটির উপর ভিত্তি করে প্রশাসন সুযোগ পেলেই আবাসিক হল বন্ধ রাখে। অনেক শিক্ষার্থীরাই বিসিএস, চাকরির পরীক্ষা ও টিউশনসহ বিভিন্ন কাজের জন্য হলে থাকতে চায়। আমরা সবাই এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাই।’

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এলএ)