সাভারে একাধিক মামলার আসামি ‘টুন্ডা আরিফ’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার
| আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১০:৪০ | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৯, ১০:৩৯
টুন্ডা আরিফ (ফাইল ছবি)

সাভারে ইজারাসংক্রান্ত ব্যবসা দখলচেষ্টা, চাঁদাবাজি ও ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় একাধিক মামলার আসামি টুন্ডা আরিফকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে সাভারের গেন্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী তাইমুল ইসলাম।

আসামিরা হলেন- সাভারের গেন্ডা এলাকার কচি মিয়ার ছেলে টুন্ডা আরিফ (৩০), মো. সোলেমানের ছেলে জসিম উদ্দিন (২৮), সুমন (৩০), সজিব (২৮), তানজিল (২৫), মো. আজম (৩২)। এছাড়া অজ্ঞাত আরও ৪-৫ জন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভার পৌরসভা থেকে ইজারা নিয়ে যানবাহন ও কুলিভিটের ব্যবসা চালিয়ে আসছিলেন তাইমুল। ব্যবসা পরিচালনা করায় তার কাছে আসামিরা পাঁচ লাখ টাকা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। পরে প্রাণনাশের হুমকি প্রদান সন্ত্রাসী টুন্ডা আরিফ ও তার দলবল। এতেও দাবিকৃত চাঁদা না দেওয়ায় গত ২০ নভেম্বর সকালে গেন্ডা বাজার এলাকায় আরিফের নেতৃত্বে ১০-১১ জন গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তিনি চিৎকার করলে সন্ত্রাসীরা তাকে গাড়িতে না তুলে সেখানেই এলোপাথারি মারধর করতে থাকে। পরে জনসমাগমের উপস্থিতি টের পেয়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল বাশার জানান, গ্রেপ্তার টুন্ডা আরিফের বিরুদ্ধে আগেও চাঁদাবাজি, হামলা ও ব্যবসা দখলের চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। এঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

এদিকে শীর্ষ সন্ত্রাসী টুন্ডা আরিফকে গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/আইআ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :