কুষ্টিয়ায় কারখানার চার শ্রমিক অগ্নিদগ্ধ

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ১১:১৫

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিয়ায় প্লাউড কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেখানে কর্মরত চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। তবে কারখানা কর্তৃপক্ষ দাবি করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন নেভাতে গিয়ে শ্রমিকরা আহত হয়েছেন।

শুক্রবার ভোরে সদর উপজেলার বারখাদায় উডল্যান্ড প্লাউড প্রসেসিং কোম্পানির এমপিএফ সেকশনে এই ঘটনা ঘটে।

বিস্ফোরণের সময় সেখানে রাতের শিফটের কাজ চলছিল। সকাল ৬টা পর্যন্ত এই শিফটের কাজ চলে।

উডল্যান্ড প্লাউড প্রসেসিং কোম্পানির এডমিন তুহিনুল ইসলাম দাবি করেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আমাদের শ্রমিকরা আগুন নেভাতে গিয়ে চারজন দগ্ধ হয়। তাদের রাতেই ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তবে কোনো গণমাধ্যমকর্মীকে ভেতরে ঢুকতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, ভোর ৪টার দিকে আগুনের খবর পেয়ে আমাদের কর্মীরা ঘটনাস্থলে যায়। সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে ডাস্ট কালেক্টর সেকশন থেকে আগুনের সূত্রপাত হওয়ায় তা নেভাতে বেগ পেতে হয় বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/জেবি)