ইরানে বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের ছবি পাঠানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৯, ১৩:২২

মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইসলামিক প্রজাতান্ত্রিক ইরানে সম্প্রতি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভ দমনে বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের ছবি ও তথ্য পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। পাশাপাশি নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে দেশটির ওপর নিষেধাজ্ঞারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে।

এক টুইট বার্তায় পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে লিখেন, আমি ইরানি বিক্ষোভকারীদের আহ্বান জানাচ্ছি, আপনারা সরকারের ধরপাকড়ের ছবি, ভিডিও ও তথ্য আমাদের কাছে পাঠান। এতে নিপীড়নের ঘটনা বিশ্ববাসীর কাছে প্রকাশিত হয়ে যাবে ও দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

গত শুক্রবার থেকে জ¦ালানি তেলের দাম দুই’শ ভাগেরও বেশি বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করেন হাজার হাজার ইরানের জনগণ। ফলে কয়েকটি শহরে অস্থিরতা ও সহিংসতা ছড়িয়ে যায়। পুলিশ স্টেশনে হামলা, পেট্রোল পাম্পে অগ্নিসংযোগ ও দোকানপাটে লুটতরাজের ঘটনা ঘটেছে।

ইরানে ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকায় সহিংসতার ঘটনার তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে খবরে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার দিনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মৃত্যু ও মর্মান্তিক ঘটনাবলী ধামাচাপা দিতে ইরানি সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে।

ইন্টারনেট সেবা বন্ধ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান এতোটাই অস্থির হয়ে পড়েছে যে দেশটির সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এতে দেশের মধ্যে ঘটে যাওয়া ব্যাপক সহিংসতা নিয়ে ইরানি লোকজন কথা বলতে পারছেন না।

দেশটির সরকার বিক্ষোভ চলাকালীন পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, বিক্ষোভে অন্তত শতাধিক মানুষ নিহত হয়েছে।

ঢাকাটাইমস/২২নভেম্বর/আরআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :