ওয়ার্নারের সেঞ্চুরিতে এগিয়ে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৯, ১৭:২৪

ওপেনার ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বসেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে পাকিস্তানের ২৪০ রানের জবাবে আজ দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৩১২ রান। ৯ উইকেট হাতে নিয়ে ৭২ রানে এগিয়ে অসিরা। ১৫১ রানে অপরাজিত আছেন ওয়ার্নার।

সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় দিন নিজেদের ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ওয়ার্নার ও ররি বার্নস অস্ট্রেলিয়াকে ২২২ রানের উড়ন্ত সূচনা এনে দেন। পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। জুটিতে ৯৭ রান অবদান রেখে আউট হন বার্নস। তার ১৬৬ বলের ইনিংসে ১০টি চার ছিলো।

তবে ৮০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২২তম সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ২০১৮ সালে বল টেম্পারিং-এর কারনে নিষিদ্ধ হবার পর টেস্টে প্রথম সেঞ্চুরি করলেন ওয়ার্নার। দিন শেষে ১০টি চারে ২৬৫ বলে ১৫১ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। তার সঙ্গী মার্নাস লাবুশেন ৫৫ রানে অপরাজিত। পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ ১টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২৪০/১০ (৮৬.২ ওভার)

(শফিক ৭৬, রিজওয়ান ৩৭; স্টার্ক ৪/৫২)।

অস্ট্রেলিয়া: ৩১২/১ (৮৭ ওভার)

(ওয়ার্নার ১৫১*, বার্নস ৯৭, লাবুশানে ৫৫*; ইয়াসির ১/১০১)।

(ঢাকাটাইমস/২২ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :