রাজাপুর হানাদার মুক্ত দিবস কাল

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৯, ১৯:১০

কাল ২৩ নভেম্বর রাজাপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ভোররাত থেকে শুরু করে সকাল ১০টা পর্যন্ত এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ঝালকাঠির রাজাপুর থানাকে হানাদার বাহিনী ও তাদের দোসরমুক্ত করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। ওইদিনের যুদ্ধে শহীদ হয়েছিলেন আব্দুর রাজ্জাক ও হোসেন আলী নামে দুই মুক্তিযোদ্ধা। সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার শাহজাহান ওমর (বীর উত্তম)।

মুক্তিযোদ্ধাদের অসিম সাহসিকতার ফলে এ অঞ্চলের মধ্যে সর্বপ্রথম শত্রুমুক্ত হয়েছিল রাজাপুর।

গত দেড় যুগ ধরে প্রতি বছর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে রাজাপুর প্রেসক্লাব।

রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খান জানান, দিবসটি উপলক্ষে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপারকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া উপজেলা সদরে মুক্তিযোদ্ধাদের স্মরণে নবনির্মিত সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :