বাংলাদেশের ১০৬ রান ‘খারাপ না’

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ১৯:৪৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানেই অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। বাংলাদেশের এমন লজ্জার ব্যাটিংয়ে সমালোচনা সর্বত্র। কিন্তু বাংলাদেশের এই রান দিবারাত্রির টেস্ট ক্রিকেটে অনেক ভালো স্কোর। কারণ দিবারাত্রির টেস্টে বাংলাদেশের চেয়েও বাজে স্কোর রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলংকার।

দিবারাত্রির টেস্টে সর্বনিম্ন দলীয় স্কোর ইংল্যান্ডের। ২০১৮ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড।

সর্বনিম্ন দলীয় স্কোরে দ্বিতীয় স্থানে রয়েছে জিম্বাবুয়ে। ২০১৭ সালে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

গোলাপি বলের টেস্টে তৃতীয় সর্বনিম্ন দলীয় স্কোর ওয়েস্ট ইন্ডিজের। ২০১৮ সালে ব্রিজটাউনে শ্রীলংকার বিপক্ষে ৯৩ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। সর্বনিম্ন দলীয় স্কোরে চতুর্থ স্থানে রয়েছে শ্রীলংকা। ২০১৭ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ৯৬ রানে অলআউট হয় লংকানরা।

(ঢাকাটাইমস/২২ নভেম্বর/এসইউএল)