ঢাকা মহানগর আ.লীগ

সম্মেলনের দিনই নাম ঘোষণা হবে সভাপতি-সাধারণ সম্পাদকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৯, ২০:০০

অতীতে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনের কয়েকদিন বাদে সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়ে থাকলেও এবার যেদিন সম্মেলনে (৩০নভেম্বর) ওই দিনই কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এবার যেদিন সম্মেলন সেদিনই নেতৃত্বের নাম ঘোষণা করা হবে। এরপর ১৫দিন সময় দেওয়া হবে। ১৫ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। তবে সতর্ক থাকবেন যেন কোনো বিতর্কিত লোক কমিটিতে চলে না আসে।

তিনি আরও বলেন, দল ভারী করার জন্য কোনো বিতর্কিত লোককে দলে আনার চেষ্টা করে সফল হবেন না। পকেট কমিটি করার কোনো সুযোগ নেই। কারণ নেত্রীর কাছে সকলের গোয়েন্দা রিপোর্ট রয়েছে। বিতর্কিত কারও নাম দিলেও কাজ হবে না।

এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আজ বলছে আমাদের কোনো কিছুতে নিয়ন্ত্রণ নেই! আমি বলবো তাদের নিজেদের দলের ওপর নিয়ন্ত্রণ নেই। সব কিছুর ওপর আমাদের নিয়ন্ত্রণ আছে। তবে মির্জা ফখরুল ইসলাম সাহেব, এটা সত্যি আপনাদের অপপ্রচারের মিথ্যাচারের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। এটাও নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু যখন করতে যাবো বলবেন গণতন্ত্র নেই।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, বিএনপির নিজেদের মধ্যেই গণতন্ত্র নেই, তারা এখন দেশ ও সরকারের মধ্যে গণতন্ত্র খোঁজে। আজ বিএনপি থেকে বলা হচ্ছে তাদের নেতৃত্ব ব্যর্থ। তারা কখনও পেঁয়াজের ওপর কখনও চালের ওপর ভর করে। আন্দোলনের ইস্যু খোঁজে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের ইস্যু মাঠে মারা গেছে। নেতিবাচক রাজনীতি তাদের জনবিচ্ছিন্ন করেছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা।

যৌথ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতুল্লাহ এমপি এবং সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

ঢাকাটাইমস/২২নভেম্বর/টিএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :