ব্রাহ্মণবাড়িয়ায় সাদপন্থিদের তাবলিগে বাধার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৯, ২১:১৯

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মসজিদে তাবলিগের কার্যক্রমে বাধা এবং জোর করে তাদের জামাতকে বের করে দেয়ার অভিযোগ করেছেন সাদপন্থি তাবিলিগের অনুসারীরা। শুক্রবার সকালে সাড়ে ১০টার দিকে শহরের মেড্ডায় তিতাস পাড়ার মার্কাজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন প্রভাষক মো. সোহরাওয়ার্দী। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন স্থানে সরকারি নিয়ম মেনে তাদের তাবলিগের কার্যক্রম পরিচালিত হলেও ব্রাহ্মণবাড়িয়ায় একটি মহল তাদের বাধা দিচ্ছে। এরই প্রেক্ষিতে ২০ নভেম্বর অপর পক্ষ তাদের কয়েকজনকে লাঞ্ছিত ও মারধর করলে হৃদ রোগে আক্রান্ত হয়ে আব্দুর রহিম নামে তাদের এক সাথী মারা যান। এ ঘটনায় তারা সরকারের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার সব মসজিদে মাওলানা সাদ অনুসারীদের তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনাসহ জেলা শহরের বিরাসার এলাকার মার্কাজ মসজিদ তাদের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- মাওলানা আনিসুর রহমান, আব্দুল আহাদ, তানভীর হক পবন প্রমুখ।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :