কুবির সমাবর্তনে রেজিস্ট্রেশনের ফি কমাতে আইনি নোটিশ

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ২১:২২

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস

প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আসন্ন সমাবর্তনে অংশ না নিলেও সমপরিমাণ ফি দিয়ে সনদ নেয়া এবং সমাবর্তনের জন্য নির্ধারিত ‘মাত্রাতিরিক্ত’ ফি কমানোর দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী তারেক রহমানের অভিযোগের প্রেক্ষিতে এই আইনি নোটিশটি পাঠানো হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বাদীর পক্ষে এ আইনি নোটিশটি পাঠান। এই আইনি নোটিশটি ২১ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, আগামী ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশগ্রহণে রেজিস্ট্রেশনের জন্য প্রত্যেক স্নাতক ডিগ্রিধারীদের জন্য ৩৫৫০ টাকা এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে ৪০৫০ টাকা পাঠাতে বলা হয়েছে। আরও বলা হয়েছে সমাবর্তনে অংশ না নিলেও সমাবর্তনের সমপরিমাণ ফি দিয়ে সার্টিফিকেট নিতে হবে- যা বেআইনি। যেখানে শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করে বেকার, তাদের উপর বিষয়টিকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে।

নোটিশ প্রেরণের তারিখ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নোটিশদাতার দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। অন্যথায় সমাবর্তন বন্ধে উচ্চ আদালতের আশ্রয় নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে নোটিশদাতা আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া বলেন, ‘সমাবর্তনের ফি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি। অনেক বেকার শিক্ষার্থী আছেন তাদের জন্য এটি বেশি, পাশাপাশি সমাবর্তনে অংশ না নিয়েও সনদ নিতে সমপরিমাণ ফি প্রদানের নির্দেশনাও অযৌক্তিক। তাই বাদীর পক্ষে সংশ্লিষ্টদের বরাবর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি সংক্রান্ত আইনি নোটিশ প্রেরণ করেছি।’

বাদী তারেক রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘নোটিশে যা লেখা আছে সেটিই আমার বক্তব্য।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘আমরা নোটিশটি সম্পর্কে জানতে পেরেছি। আমরা সমাবর্তন নিয়ে ইতিবাচক চিন্তায় আছি। আমরা আমাদের মতো আইনি প্রক্রিয়াতেই এই ব্যাপারে আগাবো।’

সমাবর্তনের ফি প্রসঙ্গে রেজিস্ট্রার বলেন, ‘আমাদের সমসাময়িক বিশ্ববিদ্যালয়গুলোর ফি’র সাথে সমন্বয় করেই ফি নির্ধারণ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করে লাভ নেই, কারণ তাদের সমাবর্তনে রেজিস্ট্রেশন অনেক বেশি সংখ্যায় করে। আর আমাদের লাঞ্চ, গিফটসহ অনেক কিছুই আছে যেগুলো যেসব বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা হচ্ছে সেগুলোর থেকে বেশি।’

প্রসঙ্গত, আগামী ২০২০ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)