রোকেয়ার ভিসি-রেজিস্ট্রারকে সার্বক্ষণিক ক্যাম্পাসে চায় শিক্ষক সমিতি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি এবং রেজিস্ট্রারকে সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিত থাকাসহ সকল নিয়োগ, বাছাই বোর্ড, সিন্ডিকেট, অর্থ কমিটির সভাসহ সকল গুরুত্বপূর্ণ সভা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করাসহ রাষ্ট্রয়াত্ত ব্যাংকের শাখা খোলার দাবিতে ভিসি বরাবর চিঠি দিয়েছে শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার ও সাধারণ সম্পাদক খায়রুল কবির সুমন স্বাক্ষরিত এক চিঠিতে শিক্ষক নেতারা এসব দাবি জানান।
চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রধান কর্তাব্যক্তি হিসাবে যোগদানের পর থেকে ক্যাম্পাসে ধারাবাহিকভাবে অনুপস্থিত এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল প্রশাসনের প্রধান কর্মকর্তা হয়েও ক্যাম্পাসে দীর্ঘমেয়াদে অনুপস্থিত থাকেন- এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।
ভিসির ধারাবাহিক অনুপস্থিতির বিষয় বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হওয়ার ঘটনা চিঠিতে উল্লেখ করেন শিক্ষক নেতারা। এছাড়াও ভিসি এবং রেজিস্ট্রারের অনুপস্থিতির বিষয়টি উদ্বেগজনক অবস্থায় পৌঁছানোর ফলে শিক্ষক সমিতি গত ৬ অক্টোবর নির্বাহী সংসদের সভায় তুলে ধরেন।
(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে তদন্ত কমিটি স্থগিত

জবির সান্ধ্যকালীন কোর্স বন্ধ

কুবিতে সন্ধ্যাকালীন কোর্স বন্ধ

এনইউ অন-ক্যাম্পাস লাইব্রেরি সায়েন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন

খালেদার জামিন না হওয়ায় ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ, সম্পাদক খোরশেদ

ইবি শিক্ষক সমিতির নির্বাচন ১৫ ডিসেম্বর

কুবি শিক্ষক সমিতিতে পূর্ণ প্যানেলে নীল দলের জয়

সান্ধ্য কোর্স বন্ধসহ ১৩ নির্দেশনা ইউজিসির
