গৃহবধূকে ন্যাড়া করার অভিযোগে স্বামী গ্রেপ্তার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৯, ২১:৪১

বগুড়ার নন্দীগ্রামে চালের বয়াম ভাঙার অপরাধে গৃহবধূকে ন্যাড়া করে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী মোরশেদুল ইসলামের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ইউসুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সকালে অভিযুক্ত মোরশেদুলকে আটক করেছে পুলিশ। মোরশেদুল ইউসুবপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

স্থানীয় বলছে, বৃহস্পতিবার বিকালে মোরশেদুলের স্ত্রী হাত থেকে চাল রাখার বয়াম পড়ে ভেঙে যায়। এতে তার শাশুড়ি ক্ষিপ্ত হয়ে তাকে গালাগালি করতে থাকেন। সন্ধ্যায় মোরশেদুল বাড়ি ফিরে এলে তার মা তাকে বিষয়টি জানালে সে ক্ষিপ্ত হয়ে দোকান থেকে ব্লেড এনে তার স্ত্রীকে ন্যাড়া করে দেয়।

বিয়ের পর থেকেই মোরশেদুল তার স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করত। এ নিয়ে প্রায় প্রতিদিন ওই বাড়িতে হৈচৈ লেগেই থাকত। এ নিয়ে গ্রামের গণ্যমান্যরা বেশ কয়েকবার সালিশও করেছেন। তারপরেও থেমে থাকেনি নির্যাতন।

নির্যাতিতার মা মনজু আরা জানান, খবর পেয়ে মেয়ের বাড়িতে আসি। এসে দেখি, আমার মেয়েকে ন্যাড়া করে দেয়া হয়েছে। আমার মেয়ে আহাজারি করে আমাকে জানায়, চালের বয়াম ভাঙার কারণে তার শাশুড়ির নির্দেশে তার স্বামী তাকে ন্যাড়া করে দিয়েছে। তার শাশুড়ি হাসুয়া নিয়ে দাঁড়িয়ে থেকে তার স্বামী মোরশেদুলকে দিয়ে আমার মেয়ের মাথা ন্যাড়া করে নেয়।

তিনি আরও জানান, ১০ মাস আগে মোরশেদুলের সাথে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জামাই যৌতুকের জন্য আমার মেয়েকে নির্যাতন করত। জামাইকে ফোন দিলে সে বলত, আমার সাথে কথা বললে প্রতি কথায় ১০ হাজার টাকা দিতে হবে।

স্বামী মোরশেদুল এসব অভিযোগ অস্বীকার করেন। বলেন, ‘আমার স্ত্রী যেন কোথাও যেতে না পারে এবং আমার বাধ্য থাকে- এ কারণেই তাকে ন্যাড়া করে দিয়েছি।’

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, মোরশেদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

পাবনায় কবর থেকে ১৫ কঙ্কাল উধাও 

ভৈরবে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে একজনের মৃত্যু

৫০০ কোটি টাকা হাতানোর চেষ্টা প্রতারক চক্রের, এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার ৯

বিল বকেয়ায় সংযোগ বিচ্ছিন্ন, অবৈধ বিদ্যুতে চলছে ইউপি কার্যালয়

কেজি দরে অপরিপক্ব তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :