চুয়াডাঙ্গায় বিএনপির মিছিল-সমাবেশে পুলিশের লাঠিপেটা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৯, ১৬:৫২

খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির বিবদমান দুটি গ্রুপ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ রবিউল ইসলাম সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ বের করেন। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের কয়েক দফায় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরে কার্যালয়ের সামনে পুলিশি বেষ্টনীর মধ্যে সমাবেশ করে বিএনপি।

এ সময় সেখানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড.ওয়াহিদুজ্জামান বুলা, আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মজুসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বর্তমান সরকারকে অবৈধ ও ব্যর্থ বলে অভিহিত করে দলীয় চেয়ারপারসনের মুক্তি দাবি করেন।

এদিকে, একই দাবিতে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জেলা বিএনপির আহ্বাবায়ক কমিটির সদস্য শরিফুজ্জামানের নেতৃত্বে পৃথক আরেকটি সমাবেশ করেছে বিএনপির অপর অংশ।

ঢাকাটাইমস/২৩নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :