ঢাকাটাইমস সম্পাদককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
| আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২২:০৩ | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৯, ২০:৩৩

চাঁদার দাবিতে দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক ‘এই সময়’-এর সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে শীর্ষ সন্ত্রাসী শাহাদত পরিচয়ে দোলনের ব্যক্তিগত মোবাইল ফোনে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দোলন।

রমনা মডেল থানার জিডি নম্বর ১৪৪৫, তারিখ ২৩.১১.২০১৯। জিডির তদন্ত করছেন রমনা মডেল থানার উপপরিদর্শক রাজিব হাসান।

যখন হুমকি দেওয়া হয় তখন আরিফুর রহমান দোলন তার ইস্কাটন গার্ডেনের পত্রিকা অফিসে কাজ করছিলেন। হুমকির ঘটনার বর্ণনা দিতে গিয়ে ঢাকা টাইমস সম্পাদক বলেন, “আজ সকাল থেকে আমি রমনার ইস্কাটন গার্ডেনে আমার পত্রিকা অফিসে কাজ করছিলাম। দুপুর ১টা ২৯ মিনিটে আমার ব্যক্তিগত মোবাইল ফোনের নম্বরে একটি বাংলালিংক নম্বর (০১৯২৩-৭৬৬৩০৩) থেকে ফোন আসে। ফোন ধরলে আমাকে বলা হয় ‘এই লন কথা কন শীর্ষ সন্ত্রাসী শাহাদাত ভাইয়ের সঙ্গে’।”

ঢাকাটাইমস সম্পাদক বলেন, “পরে আমি সন্ত্রাসী শাহাদাত পরিচয়ধারী ব্যক্তির সঙ্গে কথা বলি। তিনি আমাকে বলেন, ‘আমি শাহাদাত বলছি। আমার পোলাপান বিপদে আছে, কয়েকজন অসুস্থ আছে। আমার কিছু টাকা-পয়সা দেন’।”

এ সময় দোলন নিজেকে সাংবাদিক পরিচয় দিলে ওই ব্যক্তি বলেন, ‘আপনি সাংবাদিক তাই কী? আমি তো আর কয়েক লাখ বা কোটি টাকা চাইনি। কত দিতে পারবেন কন? কারণ আমাদের অনেক টাকা লাগবে’। আধা ঘণ্টার মধ্যে টাকা না দিলে দেখে নেয়ার হুমকি দেয়া হয়।”

দোলন বলেন, ‘আমাকে বলা হয়েছে আমি যেন এটা নিয়ে বাড়াবাড়ি না করি। আর দ্রুত টাকাটা পাঠিয়ে দেই। তা না করলে আমাকে দেখে নেয়ার হুমকি দিয়েছে। শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে মোবাইলে এমন হুমকিতে আমি নিরাপত্তাহীনতা বোধ করছি। তাই সন্ধ্যায় রমনা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঢাকাটাইমস সম্পাদক আমাদের থানায় লিখিত আকারে অভিযোগ দিয়েছেন। আমরা একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দিয়েছি। বিষয়টি গুরত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এসএস/এএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :