কিডনি রোগে প্রয়াত অভিনেতা কালা আজিজ

প্রকাশ | ২৪ নভেম্বর ২০১৯, ১০:৩৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯, ১০:৪৮

বিনোদন ডেস্ক

কৌতুক ও খল অভিনেতা কালা আজিজ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। শনিবার রাত ১০টার দিকে রাজধানী উত্তরার কাওলা এলাকায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

কালা আজিজ দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। যার ফলে তার শরীরের কিছু অংশে পচন ধরে গিয়েছিল। তবে অর্থের অভাবে তিনি ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি। তাই শেষ রক্ষাও হয়নি। মৃত্যুর কাছে হার মানতেই হল তাকে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। কালা আজিজের মরদেহ আজ এফডিসিতে নেয়ার কথা আছে বলেও তিনি জানান। এরপর জোহর বাদ জানাজা।

বাংলা সিনেমায় মূল ভিলেনের সহযোগী হিসাবে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান কালা আজিজ। মান্না ও ডিপজলের বেশ কিছু সিনেমায় অভিনয় করে তিনি সাড়া ফেলেন। কেরিয়ারে অভিনয় করেছেন তিন শতাধিক ছবিতে। পেয়েছেন একটি জাতীয় পুরস্কার ও একটি বাচসাস পুরস্কার।

ঢাকাটাইমস/২৪নভেম্বর/এএইচ